মৃতদের কাতারে আমি
স্বাধীন দেশ! আমার
অথচ স্বাধীন ভাবে-
আমি কথা বলতে পারি না।
আফসোস!
আমার মৌলিক অধিকার না পেয়ে
আন্দোলন করলে নির্বিচারে করা হয় গুলি।
খালি হয় হাজারো মায়ের কোল,
পিতা হারায় সন্তান, বোন হারায় ভাই।
কিছু হলেই বন্ধ করে দেওয়া হয়
বিদ্যুৎ, ইন্টারনেট সেবা।
আহা স্বাধীন দেশ!
এর নাম কি স্বাধীনতা?
দেখিলাম সে দিন
কোটা আনদোলনে আবু সাঈদ বুকে পেতে দিয়েছে
সেই বুকে নির্বিচারে গুলি করে মারল পুলিশ।
আজ শুনি সেই আন্দোলনে মৃত্যের সংখ্যা শত সহস্র।
আহা আমার স্বাধীন দেশ!
এই বুঝি আমরা স্বাধীন?
এর নাম বুঝি গণতন্ত্র?
যেখানে কোনো গণতান্ত্রিক অধিকার নেই আমার।
শান্তিপূর্ণ সভা-সমাবেশে সরকার হতে ছোঁড়া হয় -
টিয়ারশেল,সাউণ্ড বোমা, হত্যাকারী বুলেট।
যে বুলেট বিদ্ধ করে সাধারণ মানুষের বুক
সেটাও আমার টাকায় কেনা।
আমার জন্য নিয়োগ করা নিরাপত্তা বাহিনী
সরকারি নির্দেশে আমাকেই করে হত্যা।
এই বুঝি আমর স্বাধীন দেশ!
এই আমার স্বাধীনতা।।
স্বাধীন দেশে পরাধীন আমি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য