চার দেয়ালের মাঝে বন্দী,
তবু যেন মুক্তির স্বপ্ন আঁকি,
নীল রঙের মায়াবী ছোঁয়ায়,
তোমার স্মৃতি আজও থাকি।
জানালার ওপার বাতাস বয়,
শূন্যতা গান গায় অবিরাম,
তবু হৃদয়ে বেঁধেছি আলো,
তোমার ছোঁয়া মনে নিয়ে নাম।
আকাশের নীলে খুঁজে ফিরি,
তোমার চোখের গহীন ব্যথা,
চার দেয়ালের মাঝে রেখেছি
প্রিয়তার রঙিন কথা।
শব্দেরা আজ নিরব হয়ে,
তোমার নামে লিখে রাখি,
চার দেয়ালের নীল আঁধারে,
প্রিয়তা তুমি মেঘের পাখি।
চার দেয়ালের নীল - মোহাম্মদ শেখ শাহিনুর রাহমান |
#কাব্য