প্রকৃতিতে ফুলেরা হাসে,
তাদের রঙে মন ভাসে।
সবুজ পাতায় রোদ এসে মেশে,
স্বপ্নেরা যেন প্রভাত বোধে।
গাছের ডালে খেলা করে হাওয়া,
ফুলেরা চুপিচুপি দেয় ভালোবাসার খবর।
আলো-ছায়ার গানে বাজে সুর,
প্রকৃতিতে মিলে শান্তির প্রহর।
তুমি কি শুনতে পাও সে মৃদু সুর?
প্রকৃতির কোলে ঘুমানো ফুল,
যেন পৃথিবী জুড়ে সুখের ছায়া,
প্রকৃতিতে ফুলেরা হাসে,
তাদেরই মাঝে জীবন গড়ে উঠে।
হাসে তোদের সাথে জীবনবৃত্ত,
রঙিন আলোর মধ্যে ভাসে অমল-স্মৃতি,
তাদের হাসিতে মিলে অন্তহীন সুখ,
প্রকৃতিতে ফুলেরা হাসে,
তাদের হাসিতেই আঁকা আমাদের সুখ!
প্রকৃতিতে ফুলেরা হাসে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য