আর আমি ভাবি,
আমার জীবনে এখনো অনেক সময় আছে,
দিগন্তে রোদ মেখে, ছায়ারা বেঁচে থাকে।
আমি ভাবি, স্বপ্নগুলো সাজাবো ধীরে,
জীবনের পথে হাঁটবো অচেনা এক ডাকে।
মানুষ আর বাঁচে ক'দিন!
তবু কেন এতো হিসাব, এতো মায়া?
এই ক্ষণস্থায়ী জীবনের জাল বুনে,
আমরা কি ভুলে যাই সত্যের ছায়া?
হৃদয়ে জমে থাকা স্বপ্নের কণা,
একদিন ধুলো হয়ে উড়ে যাবে বাতাসে।
তবু কেন এতো তাড়না, এতো আশা,
আমরা কি ভুলে যাই অমোঘ মৃত্যুর ভাষা?
আমি ভাবি, আরো অনেক পথ বাকি,
সময় আমার সঙ্গী, চিরকাল বাকি।
কিন্তু ঘড়ির কাঁটা থামে না, ছুটে চলে,
জীবনের প্রদীপ নিভে যায় একাকী।
মানুষ আর বাঁচে ক'দিন!
তবু স্বপ্ন দেখে, ভালোবাসে, লড়ে।
এই তো জীবনের মায়াবী গল্প,
শেষ দৃশ্য এসে থামে কোন এক ভোরে।
অন্তিম প্রশ্ন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য