পতাকার চেয়ে বড় ফেলানির বুক,
সেটা তাক করেছিল কার বন্দুক।
কাঁটাতারে ঝুলে ছিল মেয়েটা আমার,
দেশের বুলেট দেশপ্রেমের খামার।

কার দেশ, কার ফ্ল্যাগ, কার কাঁটাতার?
কোথায় রইল ঝুলে ফেলানি আমার।
ধূসর বালুতে রক্তের ছাপ,
পৃথিবীর মানচিত্রে লেখা আর এক পাপ।

পাহাড়, নদী, আর এই সীমারেখা,
কেন যে মনুষ্যত্ব হয় না শেখা।
মানুষের প্রাণের দাম কি ফ্ল্যাগের কম?
এই প্রশ্নের জবাব কে দেবে একসম?

পরের জন্মে মেয়ে, আমি আর তুমি,
ফ্ল্যাগহীন কোনো দেশে খুঁজে নেব ভূমি।
কাঁটাতার পেরিয়ে যেখানে কেবলই আলো,
প্রেম আর শান্তিতে গড়া সবুজ ভালো।

ফেলানি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য