আজ আর দেখি না ফিরে,
ফেলে আসা স্মৃতির নীড়ে,
শুনেছি রয়েছে সেথায়,
হাজারও ফাগুন ঘিরে।
বসন্তের মাধুর্য ছুঁয়ে,
প্রেমের গান গায়ে,
হৃদয়ে মধুর স্মৃতির গহ্বারে,
সবুজের নিত্য মাধুর্য পায়ে।
ক্ষণভরে ভুলে যায় চিন্তা,
বিস্মরণে হারায় সৃষ্টির কিনারা,
ফেলে আসি তবু মধুর ভাবনা,
স্মৃতির কোলে আমি হারি।
ফাগুনের আলোয় মুখে হাসি,
সময়ের সাথে মিলে সাজি,
হৃদয়ে ফিরে যেতে পারি,
হাজারও ফাগুন ঘিরে।
ফেলে আসা স্মৃতি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য