তোমার চোখের মায়ায় পড়ে আমি হইছি যে পাগল,
দিনরাত তোমারেই ভাবি, তোমারেই চাই।

তোমার চোখ দুটি নীল রত্ন,
যেতে যেতে লুটে নেয় আমার মন।

তোমার হাসি ঝর্ণার ধারা,
যা শুনলে মন হারিয়ে ফেলি।

তোমার কথা মধুর গান,
যা শুনলে মন ভরে যায়।

তোমার স্পর্শে বিদ্যুতের ঝিলিক,
যা আমার শরীরে ছুটে যায়।

তোমার ভালোবাসায় আমি হারিয়ে গেছি,
এখন আর কিছুই চাই না।

শুধু তোমার সাথে থাকতে চাই,
এই জীবন কাটাতে চাই।

তুমি ছাড়া আমার আর কিছুই নেই,
তুমিই আমার সবকিছু।



Falling into the magic of your eyes, I have become crazy,
I think of you day and night, I only want you.

Your two eyes are blue sapphires,
They steal my heart away as I go.

Your smile is a waterfall,
My heart melts when I hear it.

Your words are a sweet song,
My heart fills up when I hear it.

Your touch is a spark of electricity,
That runs through my body.

I am lost in your love,
I don't want anything else now.

I just want to be with you,
I want to spend my life with you.

I have nothing without you,
You are my everything.