তুমি না এলেও,  
আমি আসবো দেখতে!  
তোমার ঐ নীরব হেঁটে চলা পথ,  
যেখানে প্রতিটি ধূলিকণায় জড়িয়ে আছে  
তোমার স্মৃতির মায়াবী ছোঁয়া।  

যেথায় তুমি বসতে সখিগণ নিয়ে,  
সেথায় বসব আমি—  
চুপচাপ, নিঃশব্দে,  
প্রতীক্ষার তপ্ত বুকে লুকিয়ে রাখবো  
অসংখ্য অশ্রু ও আক্ষেপ।  

তোমার সেই হৃদয় খাড়া চাহনিতে,  
আমি হারিয়ে যাই প্রেমের গভীরতায়—  
সাগরের ঢেউ যেন ভাসিয়ে নেয়  
আমার সমস্ত অনুভূতি,  
নিঃশব্দে, নিঃশেষে।  

সেই অপরূপ চেনা রাস্তায়,  
যেখানে কালের পরতে পরতে লুকিয়ে  
তোমার ভালোবাসার গল্প,  
আজও দাঁড়িয়ে আছি একা,  
অপলক চোখে চেয়ে আছি  
তোমার ফিরে আসার অপেক্ষায়।  

তোমায় হলো দেখা,  
ও প্রিয়তমা—  
স্বপ্নের মতো আবছা আলোয়,  
তোমার মুখের হাসি ভেঙে দিল  
আমার সমস্ত একাকীত্বের দেয়াল।  


তুমি না এলেও - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য