তুমি চিরঞ্জীব, চির অক্ষয়, চির অব্যয়
তুমি স্বাধীন বাংলাদেশের আধুনিক রূপকার;
তুমি পল্লীবন্ধু এইচএম এরশাদ।

তুমি শান্তি, তুমি শৃঙ্খল
তুমি অনাহারে থাকা শিশুর মুখের হাসি;
গাও সাম্যের গান তুমি এইচএম এরশাদ।

তুমি শিল্প, তুমি কলা
তুমি ক্রীড়াঙ্গনে বাংলা।
তুমি কবি, মহাকাব্য!
তোমার ছোঁয়ায় দেশ হলো ধন্য-
তুমি পল্লীবন্ধু এইচএম এরশাদ।

জনগণের মাঝে তুমি অমর নায়ক,
মাটির ছোঁয়ায় স্বপ্নের সৃষ্টিকর্তা।
চিরকাল বাংলার মুখে হবে তোমার গান,
তুমি পল্লীবন্ধু এইচএম এরশাদ।

তুমি চিরঞ্জীব, চির অক্ষয়, চির অব্যয়,
তুমি পল্লীবন্ধু এইচএম এরশাদ।

এরশাদনামা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য