এই যে তোমারে পাইলাম না,
অথচ সারাজীবন পাইতে চাইবো,
এ কি ভালোবাসা নয়?
হৃদয় কাঁদে, বেদনায় ভরে,
চোখে জল, মনে শূন্যতা নেড়েচেড়ে।
তোমার স্মৃতি, স্বপ্নের মত ভাসে,
ঘুম ভাঙে, বাস্তবতা হাতছাড়া করে।
কখনো দেখা হয়নি, কথাও হয়নি,
তবুও মনে হয়, যেন চেনা, যেন আপন।
তোমার হাসি, তোমার কথা,
কল্পনায় মনে হয়, শুনতে পাই যেন।
তোমার স্পর্শ, তোমার আলিঙ্গন,
স্বপ্নে ভেসে ওঠে, বারবার মনে হয়।
পাওয়া হয়নি তোমায়, তবুও ভালোবাসি,
এই কি ভালোবাসা নয়, বলো তো প্রিয়?
হয়তো কখনোই হবে না আমাদের মিলন,
তবুও তুমি থাকবে, আমার হৃদয়ের গভীরে।
তোমার জন্যই, লিখি এই কবিতা,
শুধু তোমার জন্যই, ভাবি এই ভাবনা।
এই যে তোমারে পাইলাম না,
অথচ সারাজীবন পাইতে চাইবো,
এ কি ভালোবাসা নয়, বলো তো প্রিয়?
অন্তহীন খোঁজ -মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য
দ্রষ্টব্য -
এই যে তোমারে পাইলাম না
অথচ সারাজীবন পাইতে চাইবো
এ-ও কি ভালোবাসা নয়—!
——————————
কবিতার বই:
কুসুম তার সবটুকু জানে।
হাসান রোবায়েত
ভাইয়ের হতে অনুপ্রাণিত।