একটা তুমি ভীষণ ভালো
পাখির ডানায় রৌদ্র আঁকো,
সেই তুমিটা পথ ভুলে আজ
কার বুকেতে স্বপ্নে সাজো।
একটা তুমি এই তো সেদিন
থাকবে পাশে বলে ছিলে..
সেই তুমি আজ ফড়িং হলে
অন্য মাঠের সবুজ ঘাসে।
একটা তুমি যার বুকে আজ
মুখ লুকিয়ে বড্ড হাসো,
তার কাছে কি এখন তুমি
সদা সত্য কথা বলো;
একটা তুমি ভীষণ ভালো - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য