ভালবাসি, ভালবাসি
কেন ভালবাসি—
কোন উত্তর খুঁজি না
ভালো লাগে তাই ভালবাসি।
রোদ ভালবাসি, ছায়া ভালবাসি
ভালবাসি তোমার চোখের রাগ
সমুদ্র ভালবাসি, ঢেউ ভালবাসি
ভালবাসি তোমার ঠোঁটে আমার নাম।
রাত ভালবাসি, নীল ভালবাসি
চাঁদ, নক্ষত্র ভালবাসি
পেয়ে তোমার ভালবাসা
সাধ হয় আমি চিরকাল বাঁচি।
একসাথে বাঁচি - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য