আমার একলা থাকা ঘর
আমার একলা থাকা মন,
দুচোখ ভরা স্বপ্ন আমার
তোমায় ডাকে দু ঠোঁট!

আমার একলা থাকা বিকাল
আমার একলা থাকা সময়,
এক বুক ভরা আশা আমার
বহুদূর ভাসায় দু-চোখ!

আমার একলা থাকার দিন
আমার একলা থাকা ক্ষণ,
দুহাত ভরা ভালবাসা আমার
তোমায় দেওয়ার শখ!

একলা ঘর - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য