একখানা চুড়ি দিয়েন,
হাতের শোভা বাড়াই।
রঙিন কাচের ঝলকানি,
মনে আনন্দ ছড়াই।
হাতের আঙুল ঘিরে,
চুড়ি নাচে তালে তালে।
নীল, সবুজ, লাল, হলুদ,
রঙে রঙে ভরে ওঠে।
কখনো ঝনঝন করে,
কখনো থামে মূর্তিমান।
চুড়ির খেলায় মন উতলা,
হৃদয় গান গায় গান।
একখানা চুড়ি শুধু,
সাজ নয়, ভালোবাসা।
স্মৃতির বন্ধন,
অন্তরের আলিঙ্গন।
একখানা চুড়ি দিয়েন,
মনের আকাশে রঙিন স্বপ্ন।
ভালোবাসার বার্তা,
চিরকালের অমলিন গান।
একখানা চুড়ি দিয়েন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য