বর্ষার রোমাঞ্চে মন উদাসীন,
হৃদয়ে তোমার স্পর্শের আশায়,
একগুচ্ছ কদম হাতে,
ভিজতে চাই তোমার সাথে।
ঝুম বৃষ্টির আলাপে ভেসে যায় মন,
মৃদু স্পর্শে শরীর কাঁপে থর থর,
আকাশে মেঘের ছায়ায়,
তোমার সাথে হারিয়ে যেতে চাই।
পথের ধারে ফুটেছে কদম ফুল,
গন্ধে ভরেছে চারপাশ,
তোমার হাত ধরে,
ভিজতে চাই সেই ফুলে ঝরে যাওয়া বৃষ্টির জলে।
হৃদয়ের গভীর তৃষ্ণা মেটাতে,
চাই তোমার সান্নিধ্য,
একগুচ্ছ কদম হাতে,
ভিজতে চাই তোমার সাথে।
ভুলে যাবো সব দুঃখ-কষ্ট,
তোমার সাথে হেসে খেলে,
বৃষ্টির রোমাঞ্চে ভেসে যাবো,
এক জীবনের সুখে।
একগুচ্ছ কদম - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য