এক কাপ কফি,
শীতের বিকেলে,
হাতে নেয়ার সময় জেনে ফেলে।

বাপরের ধুম তার উপরে উঠে,
মনের কোন কোণে স্মৃতি জুড়ে।

বৃষ্টির মত ধারায় ধারায়,
কথার বাদল ঝরে, মন ভরা যায়।

কফির গরমে দেখি অতীত,
পুরানো সময়ের স্বপ্নগুলি মিঠা।

এক কাপ কফি, মনের সঙ্গী,
ভুলে যাওয়া কথার অমৃত ঝরনী।

এক কাপ কফি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য