বছরের শেষ প্রান্তে
যে তোমার একাকীত্বের সঙ্গী হয়
তারে তুমি আগলাইয়া রাইখো
তারে ভুলিও না

সেই রাত, সেই জ্যোৎস্না
সেই বাতাস, সেই নদী
সেই গাছ, সেই পাখি
সেই সবকিছু

যে তোমার একাকীত্বের মাঝে
একটা আশার আলো জ্বালায়
তারে তুমি আগলাইয়া রাইখো
তারে ভুলিও না।

একাকিত্বের সঙ্গী - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য