চুমুকে চুমুকে মুগ্ধতা
এক কাপ দুধ চা
দুধের ঘনতা, চায়ের তেজ
দুইয়ের মিলন
চোখে মুখে হাসির ছড়িয়ে
এক নতুন জীবন
দুধের সাদা, চায়ের কালো
দুইয়ের মিশ্রণ
মনকে করে শান্ত, শীতল
এক নতুন উদ্দীপণ
চুমুক দিয়ে নিয়ে
এক কাপ দুধ চা
মন ভরে যায়
এক নতুন ভালোবাসায়
এই ভালোবাসা
আজীবন থাকে
এক কাপ দুধ চায়ের
মাঝে লুকিয়ে।

এক কাপ দুধ চা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য