চাঁদের হাসি ঝরে এলো,
আকাশে আলোর খেলা,
মনে আনন্দ ঢেলে এলো,
ঈদের আনন্দে মেলা।
নতুন জামা, নতুন জুতা,
সাজ সাজ রব,
সবার মুখে হাসি ফুটা,
ঈদের আনন্দে লব।
গরিব-ধনী সকলেই,
আজ একই সাথে,
মিলেমিশে খায় খাবার,
ঈদের আনন্দে ভেসে।
ঈদের নামাজ পড়ে,
সবাই করে দোয়া,
রহমত বর্ষাক খোদা,
ঈদের আনন্দে ভরা।
ভুলে যাওয়া দুঃখ-কষ্ট,
সবাই আজ হাসিখুশি,
ঈদের শুভেচ্ছা জানাই,
সকলকে ঈদ মোবারক।