বারবার শুধু মনে পড়ে যায়
তোমার সাথের স্মৃতি,
মস্তিষ্ক কুঁড়ে কুঁড়ে খায়
যেন বেদনার বৃন্তি।
স্মৃতির পাতায় লিখে রাখা
তোমার মধুর হাসি,
সেই সুখের দিনগুলি এখন
মনের মস্তিস্কে বাসি।
হৃদয়ের গভীর কোনে
তোমার কথা বেজে ওঠে,
দুঃখের ঢেউ এসে সরে যায়
স্মৃতির সাগরে পত্রপুটে।
কখনো হাসি, কখনো কান্না
মনে খেলা করে যায়,
তোমার স্মৃতির মাঝে আমি
নীরবে ডুবে যাই।
নীরবে ডুবে যাই - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য