মায়াবী শহরে স্বপ্ন দেখা বারণ
মায়াবী শহরে স্বপ্ন দেখা বারণ,
আলো ঝলমলে পথে জমে অন্ধকার।
চোখে দেখা স্বপ্নে মেলে না মানে,
বাস্তবের সাথে যুদ্ধ প্রতিদিনের পার।
ঘড়ির কাঁটা বলে, থেমো না এক মুহূর্ত,
কিন্তু মন চায় ছুটে চলা স্রোতের উল্টো।
বিলবোর্ডের হাসি, মুখোশের খেলা,
ভেতরের শূন্যতা কেউ বুঝতে পারে না।
স্বপ্ন বুনে যারা আকাশ ছোঁয়ার,
তারা দেখে পথে শুধু কাঁটায় ভরা দরজার।
তবু থেমে থাকে না, ভাঙে ব্যর্থতার শৃঙ্খল,
মায়ার শহরে গড়তে চায় স্বপ্নের মন্দির।
বাস্তব মিলাতে গেলে সবই হয় কারণ,
ভুলে যেও না, এটাই জীবনের চলমান।
স্বপ্ন দেখো, হে পথিক, সাহস নিয়ে বুক ভরা,
মায়াবী শহরেও জ্বলবে তোমার দীপ তারা।
মায়াবী শহরের স্বপ্ন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য