ওগো দয়াময় আল্লাহ,
তুমি কত মহান,
তোমার সৃষ্টির মাঝে,
কোথায় আছে ত্রুটি?

তুমি সূর্য দিয়েছো আলো,
চন্দ্র দিয়েছো জ্যোতি,
তুমি নদী দিয়েছো পানি,
তুমি গাছ দিয়েছো ছায়া।

তুমি প্রাণী দিয়েছো জীবন,
তুমি মানুষ দিয়েছো জ্ঞান,
তুমি সবাইকে দিয়েছো,
তোমার অসীম অনুগ্রহ।

তুমি দয়ালু ও ক্ষমাশীল,
তুমি করো সকলের কল্যাণ,
তুমি আমাদের হেফাজত করো,
দুঃখ-কষ্ট থেকে।
তুমি আমাদের পথের দিশা দেখাও,
তোমার সন্তুষ্টির পথে চলতে।


দয়াময় আল্লাহ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য