ঘুঘু পাখি একলা ডালে বসে থাকো,
সঙ্গীহীন এক আকাশ তোমার;
কষ্ট হয় কি মনের ভিতর?
কবি চোখে দেখে তোমায়।
শুধু নিরব, একাকী নির্জনে,
তোমার ডানায় বাঁধা বেদনার গান,
হয়তো বোঝে না কেউ,
তবু তুমি আছো অবিচল, অবিরাম।
একটা দীর্ঘশ্বাস তুলে নীরবে,
তোমার বুকেও কি জমে আঘাত?
সঙ্গীহীন আকাশে উড়ে যাও বারবার,
তবু কোথাও মেলে না শান্তির ছায়া।
কবি চোখে দেখে তোমায় প্রতিদিন,
তোমার নিঃসঙ্গতায় খোঁজে সে নিজের পথ,
যেমন তুমি একলা, আমিও তাই,
তবু আমরা দুজনেই আছি—সঙ্গীহীন।
ঘুঘু পাখি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য