দুজোড়া হাত হবে কি এক
অসীম শূণ্যের প্রাপ্তি,
চলো রাঙায় আবার ধূসর দেয়াল
অনুভূতিরা পাক মুক্তি।
ফুল কখনো নিঃস্ব হয়না
ঘিরে থাকে শুভ্র আনাগোনা,
সুবাসে তার মুগ্ধ সকলে
ফুল যদি তা ছড়াতে জানে।
তুমি বিহীন নিরব রাত
রিমঝিমঝিম বৃষ্টি গান,
তুমি এলেই হৃদ কোঠরে
গেয়ে উঠবে সুখ পাখিরা।
ধূসর দেয়াল - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য
আমাকে জানুন - https://shahinur.amadersomaj.com