তোমার অসুখ আমারও হয়,
আমারও হয় মায়া;
অবহেলা ছড়িয়ে পড়ে শিরায়,
বুকে ফেলে ছায়া।
মায়া হলো ছায়ার মতো,
এই আছে এই নাই,
আটকে যেয়ে মায়ার ভেতর,
যাচ্ছে জীবনটাই॥
কেউ মিশে জল হতে চায়,
কেউ হতে চায় ফুল;
কেউ একা একা ভালোবেসে,
হারায় স্নেহের দু-কূল॥
দু-কুল - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য