মরণ যখন শিয়রে মোর-
তুমি বাঁচালে প্রাণ,
সব কিছু ছিন্ন যখন
পরে কোন সুতোয় টান?
তোমায় ছেড়ে যাবো কোথায়
জীবনে প্রশ্ন চিহ্ন,
তোমার সনে যে বাঁধলে ঘর
সুখ নিশ্চয় নিশ্চিত।
নতুন করে বাঁচতে শেখালে
শেখালে বাঁচার মানে..
তোমার হয়ে আজকে প্রিয়
চাই দ্বিগুণ বাঁচতে।
দ্বিগুণ বাঁচতে চাই - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য