স্বৈরাচার বিদায় করে আমরা নিজেই স্বৈরাচার হই,
ভুলে যাই আইন-কানুন, শাসন—
আমরা যে মানুষ, এই পরিচয়টুকুও বেসামাল।
এই ধরিত্রীতে, আমরা মানুষ কবে হবো?

আমিই রাজা, আমিই জনতা,
আমি স্বৈরাচার মুক্তির গান গাই,
আবার নিজ স্বার্থে আঁকি নতুন এক স্বৈরাচারের ছবি।
কেন আমরা বারবার ভুলে যাই?
স্বাধীনতার নামে অবিরাম এক কারাগার গড়ি।

বদলায় সময়, বদলায় ক্ষমতার হাত,
কিন্তু কি বদলায় আমাদের স্বভাবের ছাপ?
কখন আসবে সে দিন,
যখন সত্যিকার মুক্তি পাবে এই মনুষ্যত্বের কাঠামো?

আমরা সবাই স্বাধীনতার কথা বলি, পরিবর্তনের স্বপ্ন দেখি,
কিন্তু যখন ক্ষমতা আসে হাতে,
তখন সেই ক্ষমতার মাদকতায় আমরাই হয়ে উঠি স্বৈরাচার।
যে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে রাজপথে নেমেছিলাম,
সেই অন্যায়ের ছায়াতেই আবার নিজেকে দাঁড় করাই।

স্বাধীনতার ছায়ায় স্বৈরাচার - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য