পুনর্জন্ম হবে না বলেই
তোমাকে এ জন্মে পাওয়ার
তীব্র আকাঙ্ক্ষা আমার।
জীবনের প্রতিটি শ্বাসে শ্বাসে
তোমার নাম লিখেছি,
যেন সময়ের স্রোতে হারিয়ে না যাও।
আকাশের প্রতিটি তারা,
পাহাড়ের প্রতিটি ঢেউ,
নদীর প্রতিটি ঢেউয়ে খুঁজেছি তোমাকে।
তোমার চোখের মায়ায় বন্দি আমার স্বপ্ন,
তোমার হাসির ছোঁয়ায় জেগে ওঠে আমার দিন।
পুনর্জন্ম হবে না,
এই ভয়েই তোমাকে ছুঁতে চাই,
তোমার ছায়ায় হারিয়ে যেতে চাই।
তোমার ভালোবাসায় ডুবে থাকা—
এই জীবনের সবচেয়ে বড় চাওয়া।
পুনর্জন্ম না থাকুক,
তবু এই জন্মে তুমি হও আমার।
তোমার সান্নিধ্যে পূর্ণ হোক এই জীবন,
তোমার স্পর্শেই হোক আমার পরম শান্তি।
পুনর্জন্মের আকাঙ্ক্ষা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য