তোমাকে দেখার বড্ড অসুখ আমার,
নিভৃত সন্ধ্যায় হৃদয় করে হাহাকার।
চোখে মেলে তোমার ছবি দেখি,
স্বপ্নে আসে তোমার মিষ্টি হাসির ছাপ,
অসুখ বাড়ে, মন তবু হারায় না তার আশা।
তোমার চোখের সেই গভীরতা,
আমার বুকে ঢেউ তোলে বৃষ্টির মতো।
নিঃশ্বাসে তোমার নাম জড়িয়ে আছে,
প্রতি মুহূর্তে যেন এক নুতন যন্ত্রণার ছোঁয়া,
তবুও ভালোবাসি তোমায় এ প্রাণের ঋতুতে।
বড্ড অসুখ এই প্রেমের,
তোমার অনুপস্থিতিতে জীবন যেন শূন্যতা বরণ করে।
তুমি আছো বলেই এই দিনরাত্রি সুন্দর,
তোমার স্পর্শেই জীবনের সুখের আশ্রয়,
তোমাকে দেখার বড্ড অসুখ আমার,
তোমার সাথে থাকারই একমাত্র ঔষধ।
দেখার অসুখ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য