ব্যস্ত শহর,
আমিও চলছি ব্যস্তময়,
এখন আর মনে পড়ে না সে সব স্মৃতি,
স্মৃতি বিজড়িত তুমি আর পুরনো ঢাকা শহর!

একটা সময় রিক্সাযোগে
কত হারিয়ে গিয়েছি দুজনে,
কই, তোমার তো মনে পড়ে না এই সব স্মৃতি!
মনে না পড়ে ভালোই হলো,
না হয় বুঝতে পারতাম না
তোমার মতও মানুষ হয় দুনিয়াতে।

ডিসেম্বরের শহরে থেকে যায় অপেক্ষা,
শীতের কুয়াশায় জমে থাকা
কথাগুলো ফিকে হয়ে যায় ধীরে ধীরে।
পুরনো সেই রাস্তাগুলোও
আজ বড় একা,
তোমার ছোঁয়া ছাড়া,
তোমার স্মৃতি ছাড়া।

রিক্সার চাকা ঘোরে,
তবু কোথাও যেন স্থির সময়,
আমার শহর, তোমার স্মৃতি,
ডিসেম্বরের প্রতীক্ষা।

ডিসেম্বরের শহর - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য