মৃত্যু কি শেষ, নাকি শুরু নতুন প্রভাত,
জীবনের রঙিন ক্যানভাসে আঁকে এক অমলিন স্মৃতিপথ।
অন্ধকারের চাদর সরিয়ে, জ্বলে উঠে আলো,
যেখানে প্রাণ অমৃত, সময়ের সব বাঁধা ক্ষণকালো।
আমরা যারা বাঁচি, বাঁচি কি সত্যিই?
নাকি প্রতিদিন মরে যাই, আত্মার গভীর আঘাতেই?
মৃত্যুহীন প্রাণ সেই তো অমর,
যার মাঝে জ্বলে অক্ষয় আলো, চিরস্থায়ী কাব্যঘর।
তুমি কি শুনেছো জীবনের ধ্বনি,
যেখানে মৃত্যু শুধুই মোহের এক ছায়া-কাব্যগণি?
জাগো তুমি, অনুভব করো,
প্রাণের চিরন্তন গান—যা কখনোই হয় না শেষ বা হরণ।
মৃত্যুহীন প্রাণ আমাদের মাঝে,
প্রেম, স্মৃতি আর বিশ্বাসে বাজে।
যা কিছু শেষ হয়, তাও হয় শুরু,
মৃত্যুহীন প্রাণের যাত্রা তো চিরকালই গুরু।
তুমি চেয়ে দেখো অন্তরের গভীর আকাশে,
মৃত্যু নেই, আছে কেবল অনন্ত ভালোবাসায় আশে।
মৃত্যুহীন প্রাণ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য