মাঝেমধ্যে মনে হয়,
কোনো ভিখারির থালায়
এক টাকার কয়েনের মতো
ঝনঝন করছে আমার মউত।
বাড়িয়ে দেওয়া হাতের মুঠোয়,
মুদ্রার ঠান্ডা স্পর্শে কেঁপে উঠছে জীবন,
সেখানেই তো জমা হয়ে আছে
আমার শেষ দান,
শেষ নিশ্বাসের খরচ।
মউত যেন জাগিয়ে তোলে
অপরিচিত এক সুর—
যে সুরে ভিক্ষার আশা নেই,
আছে শুধু নিরবতা আর চিরস্থিরতা।
ঝনঝন শব্দে ভেঙে যায়
আমার সকল অহংকার,
তাকিয়ে দেখি,
এক ভিখারির কাঁপা হাতে
নিজের মউতের ক্ষুদ্র দানে

মউতের ঝনঝনানি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য