প্রিয় আকাশ,  
আশ্বিনের মধ্যবর্তী দিনে,  
তোমার রূপে মুগ্ধ, আমি জানালার পাশে বসে,  
তোমার নীলিমায় হারাই প্রতিদিন।  
  
তোমার স্নিগ্ধ হাওয়ায় বয়ে আসে শীতলতার গান,  
মেঘের খেলা যেন স্বপ্নের মতো ছুটে চলে অবিরাম।  
রোদের কিরণ যখন নেমে আসে তোমার বুকে,  
আমি তাতে খুঁজে পাই এক অদ্ভুত মায়ার রেশ।  
  
তোমার বিশালতা আমাকে মনে করিয়ে দেয়,  
কতটুকু ক্ষুদ্র আমি, আর কতটুকু বিশাল তুমি!  
তবুও তোমার মাঝে আমি খুঁজে পাই আশ্রয়,  
নিঃশব্দে কথা বলি, মনের সব অব্যক্ত ভাষায়।  

আকাশ, তোমাকে ভালোবেসে আমি হারিয়ে যাই,  
তোমার নিঃশেষতায়, মুগ্ধতায়— প্রতিদিনই নতুন করে পাই।  

প্রিয় আকাশ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য