কৃষ্ণচুড়া ফুলেছে রঙিন আকাশে,
আগুন ঝরে পড়ে রাস্তার ধারে।
তোমার হাসিতে হারিয়ে যায় মন,
তুমি কৃষ্ণচুড়ার চেয়েও সুন্দর।
ঝড়ের বাতাসে কাঁপছে গাছের পাতা,
কৃষ্ণচুড়ার ডালে বসে কাক।
তোমার চোখে দেখি রহস্যের আভা,
তুমি কৃষ্ণচুড়ার চেয়েও সুন্দর।
সূর্য ডুবেছে পশ্চিম আকাশে,
আকাশে রঙিন মেঘের ভেলা।
তোমার মুখের আলোয় হারিয়ে যায় সব,
তুমি কৃষ্ণচুড়ার চেয়েও সুন্দর।
রাতের আকাশে তারা জ্বলে,
কৃষ্ণচুড়ার পাপড়ি ঝরে মাটিতে।
তোমার স্পর্শে হারিয়ে যায় সব,
তুমি কৃষ্ণচুড়ার চেয়েও সুন্দর।
সোনালী আলোয় ভরে গেছে সকাল,
কৃষ্ণচুড়ার ডালে বসে পাখি।
তোমার ভালোবাসায় পূর্ণ আমার জীবন,
তুমি কৃষ্ণচুড়ার চেয়েও সুন্দর।
প্রিয়তমা তুমি কৃষ্ণচুড়ার চেয়েও সুন্দর - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য