বাংলার আকাশে আজ শান্তির কপোত শঙ্কায় থমকে,
কালো মেঘ ঘনিয়ে ওঠে, বজ্রপাতের অপেক্ষায়।
দমকা হাওয়ার স্বপ্ন দেখেও হৃদয়ে এক ভীতি—
যদি না উড়ে যায় মেঘ, যদি না আসে মুক্তি!

উত্তরপাড়ার বিশ্বাসঘাতকতা রক্তাক্ত স্মৃতি,
নির্বিকার চাহনিতে রাজনীতির নোংরা গীতি।
৯০ দশকের ছায়া টেনে আনে ক্ষমতার লোভ,
স্বপ্নগুলো থেমে যায়, ভেঙে যায় প্রজন্মের শোভ।

কেউ ভাবেনি রক্তের ঋণ, সংস্কারের কথা,
সত্যের শপথ যেন শুধু কথারই ব্যর্থ ব্যথা।
একটি জাতির আশা-ভরসা হিমশীতল দাহে—
শঙ্কার মেঘের নিচে ভবিষ্যৎ কাঁপে আঁধারে।

আরেকটি ১/১১? কিংবা তার চেয়েও ভয়ঙ্কর?
গণতন্ত্রের মাটি কি তবে হবে রক্তাক্ত ক্ষতবিক্ষত?
চাই জাগরণ, চাই সত্যের ঝড়, চাই নতুন আলো,
বাংলার আকাশে ফিরে আসুক কপোত, শান্তির ডালা।

বাংলার আকাশে কালো মেঘ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য