তুমি যখন আমার সমান,
আমি তখন নেতিয়ে যাব,
তখন তোমার ভরা যৌবন,
টগবগিয়ে উঠবে নব নব।
তখন তুমি পাগলাঘুড়ি,
আমি তখন শ্রান্ত বাতাস,
তোমার ডানায় রোদ্দুর হাসে,
আমার গায়ে ব্যথার নিঃশ্বাস।
তখন তুমি পূর্ণিমা রাত,
আমি ক্ষয়িষ্ণু চাঁদের আলো,
তুমি হাসবে, আমি কাঁদব,
হারিয়ে যাব তোমার ভালো।
তুমি যখন আমার সমান,
আমার দিন শেষের পথে,
তোমার চোখে স্বপ্ন দুলবে,
আমি ভাসব অতীত-রথে।
তবে থেকো বয়ে চলা নদী,
আমার স্মৃতি তরঙ্গে বই,
আমি ফুরোব, তুমিই রবে,
নতুন সূর্য, নতুন বই।
উৎসর্গ : প্রিয়তমা বধূকে।
কালের পরিক্রমা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য