ভেতরটা আমার বেজায় সুন্দরের করে চাষ,
অন্ধকারে যেমন আলো খোঁজে,
নিশ্বাসে ভরে রাখি সুখের সমস্ত গন্ধ,
একটি স্বপ্নের মতো বুকের ভিতরে লুকানো,
বৃষ্টি মাখা শাপলার পাতায়
জলকণা ফোটা যখন,
মনের নদীজুড়ে স্রোত বহে।
বাহির তো অস্থায়ী ঋজু,
বাতাসে উড়ে যায় কেবল,
একটি দিন, একটি রাত,
অর্থহীন কিছু মুহূর্ত।
কিন্তু ভেতরটা,
এক অনন্ত মহাকালের মতো,
যেখানে প্রতিটি অনুভূতি
জীবনের চাষবাসে পরিণত হয়।
শব্দের ভেতর মেঘের গর্জন,
প্রেমের স্তবক ওড়ে,
কেউ এসে ঠোঁটের কাছে
মিষ্টি গানের সুর বুনে।
সেখানে প্রতিটি স্বপ্ন
প্রেমের সুরে গাঢ় হয়ে যায়,
ভেতরটা আমার,
যেখানে জীবনের সবুজে
সুন্দরী ফুলের হাসি।
এমন এক মেঘের মত,
যেখানে হারায় সব কষ্ট,
ভেতরটা আমার অমলিন,
বেজায় সুন্দরের করে চাষ।
উৎসর্গ : সখা উজ্জ্বল মুহাম্মদ ❤️।
অন্তরের চাষ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য