পানি ঢেলে লাভ নেই,
শিক্ষা অঙ্গনে ফুটবে না আর ফুল।
কারণ পঁচে গেছে মূল—
সেই গভীর মাটির তলে,
যেখানে স্বপ্নের বীজ বোনা হয়েছিলো।
ঢাকার রাস্তায় রক্তের স্রোত,
বইছে প্রতিদিন নতুন গল্প—
মৃত্যু, লাঞ্ছনা, অবিচারের রূপকথা।
শহরটি এখন
জীবনের জন্য নয়,
মৃত্যুর জন্য এক নতুন নাম।
রক্তের শহর ঢাকা,
মৃত্যুর শহর ঢাকা।
এ শহর হারিয়েছে তার প্রাণ,
তার মায়া, তার সম্ভাবনা।
শিক্ষার আলো নিভে গেছে,
যে আলো জ্বলতে পারতো চিরকাল,
পঁচে যাওয়া মাটির নিচে এখন
শুধু ঘুমিয়ে আছে হতাশার ইতিহাস।
তবু কীভাবে ফিরবে আশা?
পানি ঢেলে যে আর লাভ নেই!
মূল না বদলালে
ফুটবে না আর ফুল,
আসবে না আর নতুন ভোর।
রক্তে ভেজা ঢাকা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য