এসো বৃষ্টি আলতো পায়ে,
এসো বৃষ্টি স্নিগ্ধ ভোরে,
জুড়াও মনো প্রাণ।
এসো বৃষ্টি দমকা হাওয়া নিয়ে,
গরমে বাঁচে না প্রাণ।
এসো বৃষ্টি চঞ্চল ধারা নিয়ে,
ভাসাও মন নতুন স্বপ্নে,
লাগুক প্রাণে শীতল স্পর্শ।
এসো বৃষ্টি শ্যামল বৃক্ষ নিয়ে,
বাজুক সুরে সব হৃদয়ের মাঝে।
এসো বৃষ্টি মিলিয়ে দেও ধানের গানে,
বাজাও সেই পুরনো যে ধুন।
এসো বৃষ্টি হাসির ঝরে নিয়ে,
ভুলে যাও জীবনের কঠিন শূন্যতা।
এসো বৃষ্টি কত কাহিনি তুমি জানো,
শোনাও আমাদের সেই অমৃত গল্প।
এসো বৃষ্টি বৃদ্ধাশ্রমের আঁগিনায়,
কর সুখের বর্ষণ হোক প্রকৃত স্নিগ্ধ।
এসো বৃষ্টি বহু দূরের দেশে,
বৃষ্টির কণা হতে শেখা প্রেমের ভাষা।
এসো বৃষ্টি নিয়ে এসো জীবনের মিশে,
বন্ধু হয়ে দাও সকলের শীতলতা।
এসো বৃষ্টি আলতো পায়ে, জুড়াও মন প্রাণে,
দিও জগতে নতুন এক জন্মের ধারা।
এসো বৃষ্টি দমকা হাওয়া নিয়ে,
বৃষ্টির মতো হয়ে যাও সবার প্রিয়।
এসো বৃষ্টি জুড়াও প্রাণ - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য