আবারও শব্দের নগরীতে..
বৃষ্টি ভেজা দুপুরে।
এক কাপ চা কিংবা কফির আড্ডায়।

না বলা সেই সব কথা
স্পর্শের অপূর্ণতা।
সব মিশে এক অদ্ভুত সুর,
মনে জাগে এক অস্পষ্ট আশা।

ঝিরিঝিরি বৃষ্টির সাথে,
মনটাও যেন ভেজে যায়,
তোমার হাসির স্মৃতি ভেসে আসে,
মনটা যেন হারিয়ে যায়।

চোখের কোণে এক ফোঁটা জল,
হৃদয়ে এক অজানা আগুন,
তোমাকে ছুঁয়ে ফেলতে চাই,
কিন্তু পারি না, থেমে যাই।।

শব্দের নগরীতে হারিয়ে,
খুঁজি তোমার স্মৃতির সন্ধান,
বৃষ্টি ভেজা দুপুরে,
এক কাপ চা কিংবা কফির আড্ডায়।

শব্দের নগরী - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য