মন খারাপ, আকাশে মেঘ চায়,
পাথরের মত ভারী, পুরানো গান রায়।
সময়ের পাঁচালি যখন জোরে বায়,
মন থাকে নির্জন, শূন্য মেঝে দু'পায়।
স্মৃতির বেলায় হারায়ে যাওয়া স্পর্শ,
মনের কোণে মোর বাসে সে অবিলাষ।
কিন্তু জীবন চলবে,এই ক্ষণিক দু:খ,
আবার ফিরে আসবে হাসির সুরে সুখ।
ছন্দ হীন মন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য