চলো দুজনে সাজেক যাই,
যেখানে দাঁড়িয়ে আকাশ ছোঁয়া যায়,
রুপালী মেঘের সাথে কথা বলা যায়,
পাহাড়ের শীতল বাতাসে মন ভরে যায়।

হাজার রঙের ফুলের সমারোহে মন হারিয়ে যায়,
পাখির কলরবে মুখরিত হয় সারা আকাশ।

ঝর্ণার জলধারায় ভিজে যায় রুহ,
প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে মন মাতোয়ারা হয়।

সাজেকের রাত আকাশ তারায় ভরা,
চাঁদের আলোয় ঝলমলে পাহাড়।

আমরা দুজনে হাতে হাত রেখে হাটবো রাত জেগে,
গান গাইবো, গল্প করবো, হাসবো, কথা বলবো।

সাজেকের স্মৃতি চিরস্থায়ী হবে মনে,
ফিরে আসার পরও মন হবে সাজেকের টানে।

চলো দুজনে সাজেক যাই - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য