চা পান করি, চায়ের মত নারী,  
তোমার কপালে টিপ, যেনো সূর্য্যসারি।  
চায়ের কাপের উষ্ণতা, স্পর্শ করে মন,  
তোমার হাসির মিষ্টতা, গাঢ় স্মৃতির ধন।  

চায়ের গন্ধে মিশে থাকে, স্মৃতির সুরভি,  
তোমার চোখের তারায় দেখি, প্রেমের সূরভি।  
চায়ের কাপে সুধা যেমন, মমতার সুর,  
তোমার কপালে টিপ, প্রেমের মঞ্জুর।  

চা পান করি, মনে পড়ে তোমার হাসি,  
তোমার স্পর্শের উষ্ণতা, চায়ের কাপের চেয়ে বেশি।  
তোমার কপালের টিপ, জাগায় হৃদয়ের গান,  
চায়ের সাথে তুমি, জীবনের অবিচ্ছেদ্য সত্তা, আমার প্রাণ।

চায়ের মত নারী - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য