ইতিহাস বদলে যায়।
তারিখ বদলে যায়।
হানাদার বদলে যায়।
কারবালা বদলে হয়ে যায় ঢাবি।
শোকের আগস্ট বদলে হয়ে যায় জুলাই।
বায়ান্ন বদল হয় চব্বিশে।
ফুলের ক্যাম্পাস বদলে যায় তরতাজা লাশে।

সময় বদলায়, বদলায় সব,
তবু ইতিহাসের পাতা রক্তে রঙিন।
বদলে যায় মুখ, বদলে যায় দৃশ্যপট,
তবু অমর সেই স্মৃতি, অম্লান সেই ক্ষণ।

কত যে নিঃশ্বাস থেমে গেছে,
কত যে কান্না হিমশীতল রাতে,
তবু ইতিহাস জাগ্রত,
কথা বলে আমাদের আত্মার সাথে।

ফুলের সুগন্ধ মিশে যায়,
তরতাজা রক্তের কোলাহলে,
হৃদয়ে বাজে শোকের সুর,
যেন অশ্রু ঢালে অবিরত।

ইতিহাস বদলায়, তারিখ বদলায়,
তবু স্মৃতি থাকে অবিনশ্বর,
মৃত্যুর সেই সুর, চিরন্তন,
মানুষের হৃদয়ে, গভীর নির্ঘুম।

তাই তো ইতিহাসে আমরা দেখি,
যুদ্ধের মাঝে শান্তির বার্তা,
কত যে রক্তপাত, তবু আশা,
অন্ধকারেও আলোর প্রত্যাশা।

ইতিহাসের পালা বদল - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য
#SaveBangladeshiStudents