শহরের প্রতিটি অলিতে-গলিতে লিখা থাকুক
কেউ তো একজন ভালোবেসে ছিল।
ভালোবেসে ছিল বিস্তীর্ণ মাঠে
সবুজ ঘাসে,রাখালের বাঁশি তে।

তোমার কি মনে আছে?
আমাদের হেঁটে চলা কুড়িল বিশ্বরোড,
রমনা বটমূল,টিএসসি চত্বর।

রাতে হেঁটে চলা শাহ আলী মাজারে
বৈচিত্র্য রঙ্গ দেখে কত আমোদে হেঁসেছি
হা হা হা,আজ তা অতীত।

আচ্ছা তোমার কি মনে পড়ে না প্রিয়তমা?
আমাদের সেইসব স্মৃতি,
ক্যাফেটেরিয়ায় কফির দাগ,
ললাটে চুম্বন, কাঁধে কাঁধ রেখে হেঁটে চলা।

কি অবলীলায় ভুলে গেছো তুমি
ভুলে গেছো স্মৃতি!
স্মৃতি বিজড়িত তুমি
নিঃসঙ্গ রাত , করি হা-হুতাশ।

তবু শহরের প্রতিটি অলিতে গলিতে লিখা থাকুক
কেউ তো একজন ভালোবেসে ছিল।
নিঃসঙ্গ জীবনে সঙ্গ দিয়ে,
আবারো নিঃসঙ্গ করে দিলো।
এখন শুধু হা-হুতাশ।

চেনা শহরে অচীন সময় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য