খাঁচা জানে না, সে বন্দী কিসের,
পাখির ডানায় লেগে থাকা বিস্তার,
স্বপ্নের ডাকে ছুটতে চায় যে,
তার পায়ের শিকল করে যে লজ্জা ভার।

পাখিটি কাঁদে মুক্তির আশায়,
আকাশের কোলে উড়বার সাধ,
খাঁচা ভাবে, সে তার রক্ষক,
বুঝে না, নিজেই হারিয়েছে স্বাদ।

সূর্যের আলো জানালা ছুঁয়ে,
ডাকে নতুন ভোরের গান,
পাখি ভাবে, হয়তো একদিন,
মুক্তি আসবে, ভাঙবে অবসান।

কিন্তু খাঁচা? সে কি বোঝে?
বন্দী রেখেও হয়েছে বন্দী,
স্বাধীনতার অর্থ যে বুঝতে হলে,
হতে হয় হৃদয়ে একান্ত সন্দিগ্ধ।

#কাব্য