তব একদিন আসিব ফিরে,
পাহাড়ের বুক চিরে,
ঝর্ণার জলে ভাসিয়ে যাবো সকল ব্যথা,
তোমার ওই শান্তি মাখা দুপুরের ছায়ায়,
মুছে দেবো স্মৃতির সব ক্ষত।
তব একদিন আসিব ফিরে,
জীবনের সব কোলাহল থেমে,
ফিরে যাবো তব প্রিয় বাগিচার পথে।
সেই গোলাপের ঘ্রাণে মুছে যাবে
সময়ের ভার, দূরত্বের কাঁটা।
তব একদিন আসিব ফিরে,
শিশিরের মত কাঁদিয়া হাসিয়া,
তোমার চোখের গভীরে রেখে যাবো
বিধ্বস্ত হৃদয়ের সব স্বপ্ন ভাঙা কথা।
তব একদিন আসিব ফিরে,
স্মৃতির সাঁকো পেরিয়ে,
ভালোবাসার অনন্তের মাঝে—
তোমার চোখের তারায় খুঁজে নিবো
আমার চিরদিনের আশ্রয়।
তব একদিন আসিব ফিরে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য