বহুদিন ধরে আত্মহত্যার চেষ্টা,
কিন্তু মরতে পারছি না।
কষ্টের ভার বহন করতে করতে,
জীবন যেন বিষিয়ে উঠেছে।

প্রতিদিন মনে হয়,
আজই শেষ করে দেবো সব।
কিন্তু সাহস যোগায় না,
মনের ভেতর এক অজানা ভয়।

কষ্টের কাছে হার মানতে চাই না,
কিন্তু লড়াই করার শক্তিও নেই।
এ যেন এক অদ্ভুত অবস্থা,
যেখানে মৃত্যুও মুক্তি দেয় না।

বহুদিন ধরে আত্মহত্যার চেষ্টা,
কিন্তু মরতে পারছি না।
জীবন যেন এক অভিশাপ,
যা থেকে মুক্তি নেই।

কখনো মনে হয়,
পাগল হয়ে যাবো।
কখনো মনে হয়,
কিছু একটা করে ফেলবো।

কিন্তু শেষ পর্যন্ত,
সবকিছু থেমে যায়।
শুধু অসহায়ত্বের বোধ,
মনের ভেতর জমা হতে থাকে।

বহুদিন ধরে আত্মহত্যার চেষ্টা,
কিন্তু মরতে পারছি না।
জীবন যেন এক দীর্ঘ যন্ত্রণা,
যার শেষ নেই।

কখনো কখনো মনে হয়,
এভাবেই বেঁচে থাকতে হবে।
কষ্টের সাথে তাল মিলিয়ে,
জীবনের পথ চলতে হবে।

কিন্তু মনের ভেতরে,
এক আশার আলো জ্বলছে।
একদিন হয়তো মুক্তি পাবো,
এই দীর্ঘ যন্ত্রণা থেকে।

বহুদিন ধরে আত্মহত্যার চেষ্টা,
কিন্তু মরতে পারছি না।
জীবন যেন এক রহস্য,
যার সমাধান নেই।

বহুদিন ধরে আত্মহত্যার চেষ্টা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য