আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে
শহরের পথে, লাল সেজেছে পাতা-গাছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয় আজ রক্তাক্ত!
রক্তের স্রোতে ভেসে যায় সারা আঙিনা,
আহত হৃদয়ে বেজে ওঠে যন্ত্রণা।
স্বপ্নের নগরীতে বাজে হাহাকার,
প্রিয় ছাত্রদের মাঝে বইছে নিরবিবার।
আলো-ছায়ার খেলা থেমে গেছে আজ,
রক্তের লাল ছাপিয়ে উঠেছে সবুজ ভেজাল।
কৃষ্ণচূড়ার তলে কেঁদে ওঠে মন,
শহরের পথে পথে বাজে প্রিয়জনের ক্রন্দন।
এই রক্তের গল্প, এই বেদনার গান,
কুমিল্লার মাটিতে লেখা নতুন ইতিহাস।
আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে,
শহরের পথে, লাল সেজেছে পাতা-গাছে,
কুমিল্লা বিশ্ববিদ্যালয় আজ রক্তাক্ত!
তবু আশার আলো জ্বলে যাবে একদিন,
রক্তের বিনিময়ে বাঁচবে মানবতার জীবন।
রক্তাক্ত বিশ্ববিদ্যালয় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান |
#কাব্য