তুমি আসবে বলে কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটেনি,
তোমার আসার প্রতীক্ষায় শিউলীফুলগুলো আজও মরেনি।
পথের ধারে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা বটগাছ,
তোমার ছায়ার ছোঁয়া পেতে উদগ্রীব প্রহর গুনছে।
তুমি আসবে বলে চাঁদ ঢেকেছে মেঘের আঁচলে,
তারারাও থমকে গেছে নক্ষত্রের নৃত্যে।
হৃদয়ের অজান্তে জমে থাকা কথারা,
তোমার সামনে মুখ ফুটে বলার অপেক্ষায় কাঁদছে।
তুমি আসবে বলে বাতাসে মিশেছে এক অচেনা সুর,
পাখির কণ্ঠে উঠেছে প্রেমের প্রার্থনা।
নদীর ঢেউ যেন চুপিসারে লিখে যায় তোমার নাম,
শুধু তোমার স্পর্শে হারাবে তার অস্থিরতা।
তুমি আসবে বলে সময় থেমে আছে,
ঘড়ির কাঁটা ভুলে গেছে তার নিয়ম।
তোমার পায়ের ধ্বনিতে জেগে উঠবে এই নিস্তব্ধ শহর,
তোমার স্পর্শে নতুন করে বাঁচবে এই ধরিত্রী।
অপেক্ষার কৃষ্ণচূড়া - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য